০১ |
বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান দর্জি বিজ্ঞান (সেলাই ও এবব্রয়ডারী) প্রশিক্ষণ (বৃত্তিমূলক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে দেশের বেকার ও দুঃস্থ মহিলাদের কর্মক্ষম করে তোলার লক্ষ্যে আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা। 04 মাস মেয়াদী কোর্স। প্রতি ব্যাচে 2 শিফটে 30 জন।) |
০২ |
আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সূরক্ষা সহযোগিতা প্রদান (1। স্বকর্ম সহায়ক ঋণ কার্যাক্রমঃ (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত, সার্ভিস চার্জ 10% এককভাবে 5,000/-টাকা এবং দলগতভাবে 25,000/-টাকা পযন্ত ঋণ প্রদান করা হয়। 2। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কাযক্রমঃ সার্ভিস চার্জ 5%, এককভাবে 5,000/-টাকা এবং দলগত ভাবে 15,000/-টাকা ঋণ দেয়া হয়।) |
০৩ |
আইনগত সহায়তা প্রদান (নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা কমিটির মাধ্যমে সহায়তা দেয়া হয়।)
|
০৪ |
সচেতনতা মূলক কর্মসূচী (উঠান বৈঠক নারী নির্যাতন, নারী ও শিশু পাচার, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি।) |
০৫ |
জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ০৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ দেশের সামগ্রিক উন্নয়নে সফলতা অর্জনের ক্ষেত্রে সরকারী অর্থানুকুল্যে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষিত-বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা। কোর্সের মেয়াদ 06 মাস। প্রতি ব্যাচে 02 শিফটে 50 জন। |
০৬ |
|
০৭ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস