Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবাসমূহ
০১

বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান দর্জি বিজ্ঞান (সেলাই ও এবব্রয়ডারী) প্রশিক্ষণ

(বৃত্তিমূলক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে দেশের বেকার ও দুঃস্থ মহিলাদের কর্মক্ষম করে তোলার লক্ষ্যে আত্ম-কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্ত করা।

04 মাস মেয়াদী কোর্স। প্রতি ব্যাচে 2 শিফটে 30 জন।)

০২

আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সূরক্ষা সহযোগিতা প্রদান

(1। স্বকর্ম সহায়ক ঋণ কার্যাক্রমঃ (মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে প্রাপ্ত অর্থ দ্বারা পরিচালিত, সার্ভিস চার্জ 10% এককভাবে 5,000/-টাকা এবং দলগতভাবে 25,000/-টাকা পযন্ত ঋণ প্রদান করা হয়। 2। মহিলাদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কাযক্রমঃ সার্ভিস চার্জ 5%, এককভাবে 5,000/-টাকা এবং দলগত ভাবে 15,000/-টাকা ঋণ দেয়া হয়।)

০৩

আইনগত সহায়তা প্রদান

(নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক নির্যাতনের শিকার বিশেষ করে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলাদের আইনগত সহায়তা প্রদান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় আইনগত সহায়তা কমিটির মাধ্যমে সহায়তা দেয়া হয়।)
 

০৪

সচেতনতা মূলক কর্মসূচী

(উঠান বৈঠক নারী নির্যাতন, নারী ও শিশু পাচার, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধকল্পে জনমত গঠনে সচেতনতা সৃষ্টি।)

০৫

জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ  কেন্দ্র 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ০৬ মাস মেয়াদী  কম্পিউটার প্রশিক্ষণ দেশের সামগ্রিক উন্নয়নে সফলতা অর্জনের ক্ষেত্রে সরকারী অর্থানুকুল্যে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষিত-বেকার মহিলাদের আত্ম-কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা।

কোর্সের মেয়াদ 06 মাস। প্রতি ব্যাচে 02 শিফটে 50 জন।

০৬

 

০৭