Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

জাতীয় মহিলা সংস্থা, মানিকগঞ্জ

সেবা সমুহ বা সিটিজেন চাটার

 

প্রশিক্ষণ সমুহঃ

(1)  কম্পিউটার প্রশিক্ষণঃ  কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ০৬ (ছয়) মাস মেয়াদী "কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন" কোর্স করানো হয়। প্রতি ব্যাচে ৫০ (পঞ্চাশ) জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে  কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সনদ পত্র  প্রদাণ করা হয়। কোর্স ফী=১০০০/-(এক হাজার টাকা) মাত্র।

কোর্স আউটলাইন-

(i)   Introduction to Computer

(ii)  MS Word, MS Excel, MS Power Point, MS Access

(iii) Basic Hardware & Software

(iv) Internet Browsing & Email

(v)  Basic Web Design

(vi) Basic English

 

(2)  দর্জি বিজ্ঞানঃ ০৪ (চার) মাস মেয়াদী প্রতি ব্যাচে ৩০ (ত্রিশ) জন মহিলাকে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কালীন সময়ে প্রতিদিন ২০ (বিশ) টাকা হারে শুধুমাত্র অফিস চলাকালীন সময় উপস্থিতি অনুযায়ী ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে সনদপত্র দেওয়া হয়।     

                                                                  

(3)নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পঃ ০৪ (চার) মাস মেয়াদী প্রতি ব্যাচে ৪০ (চলিস্নশ) জন মহিলাকে, ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কালীন সময় প্রতিদিন ৩০ (ত্রিশ) টাকা হারে শুধুমাত্র অফিস চলাকালীন সময় উপস্থিতি অনুযায়ী ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে সনদ পত্র দেওয়া হয়।

 

(4)  উঠোন বৈঠকঃপ্রতি প্রশিক্ষণ কেন্দ্রে মেয়েদের সাথে উঠোন বৈঠক করা হয়। উঠোন বৈঠকে প্রাথমিক স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা, বাল্য বিবাহ,যৌতুক, বিষয়ের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পরামর্শ দেওয়া হয়।

 

(৫) খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণঃ ০৪ (চার) মাস মেয়াদী প্রতি ব্যাচে ৪০ (চল্লিশ) জন মহিলাকে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়।

 

 

(৬) ডে-কেয়ার সেন্টারঃ ২০(বিশ) জন শিশুকে সেবা প্রদান করা হয়।

 

 

 আইনী সহায়তা প্রদানঃ

             

(1)  সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পারিবারিক অর্থাৎ স্বামী  স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ নিয়ে

কাউন্সিলিং এর মাধ্যমে তাদেও পারিবারিক ও সামাজিক শান্তি শৃংখলার  লক্ষ্যে আইনী পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন হলে থানা পুলিশ ও কোর্টের  মামলা মোকদমায় ফ্রি এ্যাডভোকেট নিয়োগের ব্যবস্থা করা হয়।

 

 ঋণ প্রকল্প সমুহঃ

 

(1)  ’’ মহিলাদেও আত্ম-কর্মসংস্থানের জন্য ÿুদ্র ঋণ কার্য়ত্রম এর অধীনে সহজ শর্তে ৫% সার্ভিস চার্জে ০২ (দুই)

মাস গ্রেস পিরিয়ড সহ মাথা পিছু =৫,০০০/০০ (পাঁচ হাজার) টাকা -১৫,০০০/০০ (পনের হাজার) টাক পর্যন্ত

বিভিন্ন  ছোট ছোট আয়বত্বক প্রকল্পের বিপরীতে ঋণ প্রদান করা হয়।

 

(2)  স্ব- কর্ম সহায়ক ঋণ প্রকল্পেরঃ  মাধ্যমে  সহজ শর্তে ১০% সার্ভিস চার্জে ০৩ (তিন) মাস গ্রেস  পিরিয়ড সহ

মাথা পিছু /দলগত ভাবে (৫,০০০- ২০,০০০) টাকা (পাঁচ হাজার থেকে বিশ হাজার ) টাকা  বিভিন্ন ছোট চোট

আয়বর্ধক প্রকল্পের বিপরীতে ঋণ প্রদান করা হয়।