Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

জাতীয় মহিলা সংস্থা (জামস) দপ্তরটি,মানিকগঞ্জ জেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে ১জুলাই,১৯৯৩ সালে  প্রতিষ্ঠিত হয়। অত্র দপ্তরের মাধ্যমে মানিকগঞ্জ জেলার দুস্থ মহিলদের সামাজিকও আর্থিক ভাবে প্রতিষ্ঠিত করার লখ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত ও বাস্তবায়িত হয়ে থাকে।
জাতীয় মহিলা সংস্থা, জেলা- শাখা, মানিকগঞ্জ। দাশড়া মৌজায় মানিকগঞ্জ সিংগাইর রোড, জরিনা কলেজের উত্তর পূর্ব পাশে প্রধান সড়ক সংলগ্ন নিজস্ব ০৮ (আট) শতাংশ জায়গার উপর আধা পাকা টিন সেড ০৬ (ছয়) কক্ষ বিশিষ্ট ভবন।

দপ্তর প্রধানঃ চেয়ারম্যান(অবৈতনিক),জেলা কর্মকর্তা (প্রশাসনিক)।